এনসিপির জন্য জায়গা ছাড়ল ছাত্রদল, আগস্টের সমাবেশ শাহবাগে

শহীদ মিনারের পরিবর্তে আগামী ৩ আগস্ট শাহবাগে ছাত্র সমাবেশ করবে ছাত্রদল।

এনসিপির অনুরোধে সমাবেশের জায়গা বদলের কথা জানিয়েছেন বিএনপির ছাত্র সংগঠনটির নেতারা।

বুধবার ঢাকার নয়াপল্টনের বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, ছাত্রদল ও বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে যোগাযোগ করে সমাবেশের স্থান পরিবর্তনের অনুরোধ জানিয়েছিল এনসিপি।

গেল বছরের কোটা আন্দোলনের বছর পূর্তিতে এই সমাবেশ করতে যাচ্ছে ছাত্রদল। একইদিন একই স্থানে এনসিপিও সমাবেশ ডেকেছে।

ছাত্রদল শাহবাগে সরে আসায় এখন শহীদ মিনারে সমাবেশ করতে এনসিপির আর কোন বাধা নেই।