লংকানদের হারিয়ে সিরিজে সমতা ফেরালো টাইগাররা

শ্রীলংকার বিপক্ষে ২য় ওয়ানডেতে জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

ঘরের মাঠে ১৬ রানে হেরে গেছে লংকানরা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ এখন অপেক্ষা করছে ফাইনালের রোমাঞ্চ নিয়ে।

সিরিজে পিছিয়ে থেকে শনিবার মাঠে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট দল।

পারভেজ হোসেন ইমনের ৬৭ ও তৌহিদ হৃদয়ের ৫১ রানে ভর করে লড়াই করার পুঁজি পেয়ে যায় টাইগাররা।

শেষদিকে বোলার তানজীম সাকিবের অপরাজিত ২১ বলে ৩৩ রানের ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৪৮ রানে।

টাইগাররা অলআউট হয় ২৪৮ রানে, ৪৫.৫ ওভারে। লংকানদের হয়ে অ্যাসিথা ফার্নান্দো নেন ৪ উইকেট।

২৪৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল শ্রীলংকা।

তবে নিয়মিত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় দলটি। ৪৮.৫ ওভারে লংকানরা অলআউট হয় ২৩২ রানে।

বাংলাদেশের হয়ে ৫ উইকেট নিয়েছেন তানভীর ইসলাম।