মোহাম্মদ তারেক, বিশেষ প্রতিনিধি
রবি আজিয়াটা পিএলসি’র আয়োজনে বিডিঅ্যাপস ইনোভেশন সামিটে প্রথম হয়েছে ডা. চাষী। এছাড়া চিঠি ডট মি দ্বিতীয় এবং শুটার এক্স তৃতীয় হয়েছে।
এই আয়োজনের মাধ্যমে উদ্ভাবনী অ্যাপ তৈরি করে বিডিঅ্যাপস পরিবারে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন মেধাবী ডেভেলপাররা।
ঢাকায় এক অনুষ্ঠানে শীর্ষ ১০টি টিম তাদের আইডিয়া উপস্থাপন করে, পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিটিআরসি’র চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী, বিটিআরসি’র ভাইস চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, রবি’র এক্টিং সিইও এম. রিয়াজ রাশীদ, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ।
এম. রিয়াজ রশীদ জানান, তরুণদের ব্যবহারিক অ্যাপ তৈরি করে ছড়িয়ে দেয়ার সুযোগ দিতেই এই প্রতিযোগিতার আয়োজন করছে রবি।
“আগামীর বিশ্বে টিকে থাকতে এবং এগিয়ে যেতে হলে প্রযুক্তির বিকল্প নেই। তাই আমাদের তরুণ প্রজন্ম যত প্রযুক্তিবান্ধব হবে এবং এক্ষেত্রে তাদের মেধা বিকাশের সুযোগ পাবে ততই আমাদের অগ্রগতি নিশ্চিত হবে। তরুণদের কাছ থেকে আমরা যেমন সাড়া পেয়েছি তা সত্যিই আশাব্যাঞ্জক।”
