ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দুই বিভাগের ৪ শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই ঘটনায় আরও ২১ শিক্ষার্থীকে অভিভাবকদের সঙ্গে নিয়ে মুচলেকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. মুহসিন উদ্দীনের স্বাক্ষরিত এক অফিস আদেশে গত বুধবার (২২ অক্টোবর) শাস্তির এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের ৯১তম সিন্ডিকেট সভায় এ বিষয়ে অনুমোদন দেওয়া হয়।
বহিষ্কৃতদের মধ্যে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের তিনজন ও মার্কেটিং বিভাগের একজন শিক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে এআইএস বিভাগের শিক্ষার্থী মো. শাওন শেখ (২০২২-২৩) ও সাজ্জাদ হোসেন (২০২৩-২৪) কে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
এছাড়া, একই বিভাগের শিক্ষার্থী তরিকুল ইসলাম নয়নকে ছয় মাসের বহিষ্কারাদেশ বা বিকল্প হিসেবে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে মার্কেটিং বিভাগের শাহারিয়ার শাওন (২০২০-২১) কে ছয় মাসের বহিষ্কারাদেশ বা ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত চারজনসহ দুই বিভাগের ২১ শিক্ষার্থীকে সাত কার্যদিবসের মধ্যে অভিভাবকদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে উপস্থিত হয়ে লিখিত মুচলেকা দিতে হবে। ভবিষ্যতে তারা যদি কোনো শৃঙ্খলাভঙ্গমূলক কর্মকাণ্ডে জড়ায়, তবে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে—এমন শর্ত থাকবে সেই মুচলেকায়। নির্ধারিত সময়ের মধ্যে হাজির না হলে তাদের একাডেমিক কার্যক্রমে অংশ নিতে দেওয়া হবে না বলেও সতর্ক করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. মুহসিন উদ্দীন জানান, “ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী একাডেমিক কাউন্সিল শাস্তির সিদ্ধান্ত নেয়।”
প্রসঙ্গত, গত ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিটাক ভবনের পাশের মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়।
