তৃষ্ণার হ্যাটট্রিকে ইস্ট তিমুরের জালে বাংলাদেশের গোল বন্যা

এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে তৃষ্ণা রানীর হ্যাটট্রিকে গ্রুপ পর্বে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। ইস্ট তিমুরকে ৮-০ গোলে হারিয়েছে আফঈদা খন্দকারের দল।

লাওসের ভিয়েনতিয়েনে ম্যাচে শুরু থেকে আধিপত্য দেখায় বাংলাদেশ। প্রথমার্ধে ইস্ট তিমুরের জালে চার গোল দেয় লাল-সবুজের প্রতিনিধিরা। চারটি গোলই আসে কর্নার থেকে।

বিরতির পর আরো চার গোল দেয় বাংলাদেশ। তৃষ্ণার হ্যাট্রটিক ছাড়াও একটি করে গোল করেন সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি, নবীরণ খাতুন, মুনকি আক্তার ও সাগরিকা।

রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী সাউথ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচটি জিতলেই চূড়ান্ত পর্ব নিশ্চিত হয়ে যাবে আফঈদা খন্দকারদের।