বদরুদ্দীন উমর মারা গেছেন

জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর মারা গেছেন।

অসুস্থ অবস্থায় ঢাকার একটি হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

সকাল ১০ টা ৫ মিনিটি তিনি শেষ নিঃশ্বাস করেন, জানিয়েছেন তার সংগঠনের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম।

বদরুদ্দীন উমর ২০২৫ সালে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হলেও তা গ্রহণ করেন নি।

বিখ্যাত রাজনীতিবিদ আবুল হাশিমের ছেলে বদরুদ্দীন উমর ১৯৩১ সালের ডিসেম্বরে জন্মগ্রহণ করেন, মৃত্যুকালে তার বয়স হয় ৯৩ বছর।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করলেও পরে তিনি পুরোপুরি বামপন্থী রাজনীতিতে জড়িয়ে পড়েন।

বাংলাদেশের সমাজ ও রাজনীতি নিয়ে তিনি নিয়মিতভাবে বই-প্রবন্ধ লিখে গেছেন। তবে রাজনৈতিক ভাষ্যকার হিসেবে তার বক্তব্য বাংলাদেশে বহুবার বিতর্ক তৈরি করেছে।