বর্বরতা: বিহারে অ্যাম্বুলেন্সে ‘গণধর্ষণের শিকার’ অসুস্থ চাকরিপ্রত্যাশী

ভারতের বিহারে নিয়োগ পরীক্ষার সময় জ্ঞান হারানো এক চাকরিপ্রার্থীকে অ্যাম্বুলেন্সে গণধর্ষণের অভিযোগ ওঠেছে।

এ ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় ওঠেছে, বিরোধীদের সমালোচনার মুখে পড়েছে বিহারের আরজেডি সরকার।

পুলিশ জানিয়েছে, গয়ায় হোমগার্ড নিয়োগের দৌঁড়ানোর প্রতিযোগিতায় ঐ নারী অজ্ঞান হয়ে পড়েন।

পরে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পাঠানো হয়।

পথেই অ্যাম্বুলেন্সের চালক ও সহকারীরা যৌন হয়রানি করেন বলে অভিযোগ ঐ নারীর।

ভিডিও ফুটেজ দেখে ২ জনকে আটক করার কথা জানিয়েছে গয়া পুলিশ।