নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়ার কার্যক্রম শুরুর পর থেকেই এর প্রভাব নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন।
এই টিকাকে স্বাস্থ্যগত দিক থেকে অনিরাপদ দাবি করে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার চালাচ্ছেন।
টিকাদান ক্যাম্পেইন চালাতে গিয়ে এসব বিষয়ে প্রশ্নের মুখে পড়ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনও।
বৃহস্পতিবার ঢাকার নগর ভবনে টাইফয়েডের টিকার বিষয়ে ওঠা প্রশ্নের জবাব দিয়েছেন ডিএসসিসি সচিব শফিকুল ইসলাম।
তার দাবি, কিছু ‘অসৎ ও অশিক্ষিত ব্যক্তি’ টিকা নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছড়াচ্ছে।
এ টিকাকে সম্পূর্ণ নিরাপদ উল্লেখ করে শফিকুল ইসলাম বলেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের সঙ্গে সম্বনয় করেই সরকার এই ক্যাম্পেইন চালাচ্ছে।”
গুজবের বিষয়ে সচেতন থাকা ও সন্তানদের নিরাপদ ভবিষ্যতের জন্য টিকা নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।
