থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত মারা গেছেন

থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত মারা গেছেন। শুক্রবার রাতে স্থানীয় সময় ৯টা ২১ মিনিটে ব্যাংককের চুলালংকর্ন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার রয়্যাল প্যালেসের পক্ষ থেকে এক বিবৃতিতে এবিষয়ে জানানো হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

রানি সিরিকিত বর্তমান রাজা মহা ওয়াজিরালংকর্নের মা এবং প্রয়াত রাজা ভূমিবল আদুলিয়াদেজের স্ত্রী।

রাজ প্রাসাদের বিবৃতিতে বলা হয়, রানির শারীরিক অবস্থা শুক্রবারের মধ্যে অবনতির দিকে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

রানি সিরিকিত ছিলেন থাইল্যান্ডের ইতিহাসে অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি রাজা ভূমিবল আদুলিয়াদেজের সঙ্গে দীর্ঘ সাত দশক ধরে রাজদম্পতি হিসেবে দায়িত্ব পালন করেন। রাজা ভূমিবল ছিলেন থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় রাজত্ব করা সম্রাট।

গত কয়েক বছর ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন রানি সিরিকিত। অক্টোবরের মাঝামাঝি থেকে রক্ত সংক্রমণে আক্রান্ত হন তিনি। যার পর থেকে তার শারীরিক অবস্থার আর উন্নতি হয়নি বলে থাই সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

রানি সিরিকিত ছিলেন থাইল্যান্ডের সংস্কৃতি, নারী উন্নয়ন ও সমাজসেবায় নিবেদিতপ্রাণ এক রাজকীয় ব্যক্তিত্ব। জীবদ্দশায় তিনি নারীর ক্ষমতায়ন, হস্তশিল্প সংরক্ষণ এবং দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বহু প্রকল্পের পৃষ্ঠপোষকতা করেছেন।

রানি সিরিকিতের মৃত্যুতে থাইল্যান্ডজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাজপ্রাসাদ জানিয়েছে, শোককালীন কর্মসূচি ও আনুষ্ঠানিক রাষ্ট্রীয় শ্রদ্ধা প্রদানের বিষয়ে পরে জানানো হবে।

রানি সিরিকিত ১৯৩২ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৫০ সালে রাজা ভূমিবলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের এক পুত্র ও তিন কন্যা রয়েছে। পুত্র রাজা মহা ওয়াজিরালংকর্ন ২০১৬ সালে পিতার মৃত্যুর পর থাইল্যান্ডের রাজা হিসেবে সিংহাসনে আরোহণ করেন।