দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমারের কাছে ঘুমধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ প্রকল্পের ব্যয় বেড়েছে ৪২ কোটি ১২ লাখ টাকা।
এর ফলে প্রকল্পটির মোট ব্যয় দাঁড়িয়েছে ৪৭৮ কোটি ৯১ লাখ ৭১ হাজার ৪২ টাকা।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে ব্যয় বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে।
