কক্সবাজারে উচ্ছেদ অভিযান ঠেকাতে সড়ক অবরোধ

কক্সবাজারের বাঁকখালী নদীতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে শহরের বিমান বন্দর সড়কের ত্রিমুখী সড়ক অবরোধ করেছে বিক্ষোভকারীরা।

সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ভাঙচুর করা হয় উচ্ছেদ কাজে ব্যবহার করা স্কেভেটর।

শুক্রবার সকাল ১০টার দিকে শহরের নুনিয়ারছড়া এলাকায় নদীর অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটি। উচ্ছেদের খবরে সেখানে সকাল থেকে জড়ো হয় দখলদাররা। পরে স্থানীয়দের সাথে নিয়ে সড়ক অবরোধ করেন তারা।

পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে তাদের ওপর চড়াও হয় বিক্ষোভকারীরা।

কক্সবাজার শহরের পশ্চিম পাশের বাঁকখালী নদীর কস্তুরঘাট প্রায় ৩০০ একরের বেশি প্যারাবন ধ্বংস করে ও নদী ভরাট করে গড়ে তোলা হয়েছে ২ শতাধিক পাকা-সেমিপাকা ঘরবাড়ি, দোকানপাটসহ নানা স্থাপনা।

এছাড়া নুনিয়াছাটা থেকে মাঝিরঘাট পর্যন্ত ছয় কিলোমিটার এলাকাজুড়ে বাঁকখালী নদী দখল করে নির্মাণ করা হয়েছে সহস্রাধিক অবৈধ স্থাপনা।

এ পরিস্থিতিতে গত সোমবার বাঁকখালী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করে সরকার। পরে দ্বিতীয় দিন উচ্ছেদ অভিযান চলাকালে মঙ্গলবার নদীর উচ্ছেদ অভিযানে বাধা ও হামলার ঘটনা ঘটে।

পরে বৃহস্পতিবার আবারও উচ্ছেদে নামে প্রশাসন, সেদিনও সকাল থেকে নদীর ২টি অংশের সড়কে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করেন দখলদাররা।

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর তীরে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাধা দেয়ার ঘটনায় এখন পর্যন্ত ২টি মামলায় ৭ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।