ওসির উদ্দেশ্যে আত্মহত্যার ভিডিওবার্তা দেয়া সাংবাদিকের মরদেহ মিললো কক্সবাজার সৈকতে

কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউবাগান থেকে স্থানীয় একজন সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সকালে সাংবাদিক আমিন উল্লাহ’র মরদেহ উদ্ধারের পর তার একটি ভিডিও বার্তা ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে।

তাতে এই সাংবাদিককে পুলিশ কর্মকর্তা আরিফ হোসেনকে উদ্দেশ্য করে বক্তব্য দিতে দেখা যায়। আরিফ হোসেন উখিয়া থানার ওসির দায়িত্ব থেকে সম্প্রতি বদলি হয়েছেন।

উখিয়া থানায় ব্যাপক অপমৃত্যু ও নানা ধরণের অপরাধের কারণে আরিফ হোসেন বেশ সমালোচনার মুখে ছিলেন। অপসারণের দাবির মুখে গেল সপ্তাহে তাকে উখিয়ার দায়িত্ব থেকে সরানো হয়।

নিহত আমিন উল্লাহ’র বাড়িও উখিয়া উপজেলার দক্ষিণ বালুখালীতে, তিনি দৈনিক প্রাণের বাংলাদেশের উখিয়া প্রতিনিধি ছিলেন।

ভিডিওবার্তায় তাকে পুলিশের বিরুদ্ধে বাড়িতে গিয়ে হয়রানি করাসহ নানা অভিযোগ আনতে দেখা যায়। একইসঙ্গে আত্মহত্যা করলে এর দায় আরিফ হোসেনের হবে বলেও বলেন আমিন উল্লাহ।

এই ভিডিওবার্তাটি ঠিক কখন ধারণ করা হয়েছে, তা বাংলা ইনসাইট টোয়েন্টিফোর ডটকম স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

তবে স্থানীয় সাংবাদিকরা কন্ঠ যাচাই করে ভিডিও বার্তাটি যে আমিন উল্লাহ’র, তা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে পুলিশ কর্মকর্তা আরিফ হোসেনের বক্তব্য জানতে পারেনি বাংলা ইনসাইট টোয়েন্টিফোর ডটকম।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ময়নাতদন্তের জন্য আমিন উল্লাহ’র মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।