মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। গ্রুপপর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশ জিতেছে ৪-৩ গোলে। প্রথম লেগের দেখায় ভারতের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশের মেয়েরা। এ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে আসরে শেষ করল বাংলাদেশ, ১৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
গ্রুপপর্বের শেষ ম্যাচের হাড্ডাহাড্ডির লড়াইয়ে শুরুতেই গোল পায় বাংলাদেশ। ২৫ সেকেন্ডে ভারতকে থমকে দিয়ে গোল আদায় করে নেয় বাংলাদেশ। লেফট উইং থেকে মামোনি চাকমার ক্রসে মামোনি চাকমা হেডে গোল করেন। তিন মিনিট পর বাংলাদেশের ডিফেন্ডারদের ভুলে ভারতের অ্যালিশা লিংদোর গোলে ১-১ গোলে সমতায় আসে ভারত।
ম্যাচের ৩৪ মিনিটের সময় আবারও এগিয়ে যায় বাংলাদেশ, এবার গোল করেন আলপি আক্তার। রাইট উইং থেকে পূর্ণিমা মারমার ক্রস ঠেকিয়ে দেন ভারতের গোলকিপার। তবে বল তার হাত থেকে বেরিয়ে বল যায় আলপির পায়ে, জোরালো শটে বল জালে জড়ান এ ফরোয়ার্ড, ২-১ গোলে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। পরে ওই ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
এগিয়ে থেকে ২-১ গোল নিয়ে বিরতিতে যাওয়া বাংলাদেশ বিরতির পর আবারও গোলের দেখা পায়। ৪৮ মিনিটর সময় লেফট উইং থেকে মামোনি চাকমার পাসে বল পান সুরভী আকন্দ প্রীতি। গোলকিপারকে বোকা বানিয়ে ৩-১ গোলের ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। ৬৫ মিনিটের সময় ব্যবধান কমায় ভারত। এবার গোল করেন ভারতের প্রকৃতি বর্মন, ব্যবধান দাঁড়ায় ৩-২ গোলের।
শেষ দিকে সুরভী আকন্দ প্রীতি আরও একটি সুযোগ পেয়েছিলেন, সেটি কাজে লাগাতে পারেননি। তবে খেলার প্রায় শেষ মিনিটে ভারতের অধিনায়ক ঝুলন দূরপাল্লার এক শটে বাংলাদেশের গোলকিপারকে বোকা বানিয়ে ম্যাচে ৩-৩ সমতায় আসে ভারত। তবে রোমাঞ্চের বাকি তখনও, ৯৫ মিনিটে সুরভীর দূরপাল্লার শট ভারতের গোলকিপার ঠেকালেও এক ডিফেন্ডারের গায়ে লেগে গোল হয়ে যায়, বাংলাদেশ জয় তোলে ৪-৩ গোলে।
