এসএমই উদ্যোক্তাদের জন্য ফায়ার অ্যান্ড লাইটনিং সার্ভিস বান্ডেল চালু

দেশের টেলিকম খাতে প্রথমবারের মতো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য আগুন ও বজ্রপাতজনিত দুর্ঘটনা সুরক্ষা বীমা বান্ডেল এনেছে বাংলালিংক ও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স।

নতুন এ বান্ডেলে একসাথে রয়েছে বাংলালিংকের ভয়েস ও ডেটা সুবিধা এবং আগুন ও বজ্রপাতজনিত ক্ষতির জন্য বীমা সুরক্ষা। ফলে, সহজলভ্য ও সাশ্রয়ী এ বান্ডেলের মাধ্যমে উদ্যোক্তা ও ব্যবসায়ীরা একইসাথে নিরবচ্ছিন্ন যোগাযোগ সুবিধা ও আর্থিক সুরক্ষা উপভোগ করবেন। 

রাজধানীতে বাংলালিংকের প্রধান কার্যালয় ‘টাইগার্স ডেন’ -এ এক অনুষ্ঠানে বাংলালিংকের বি টু বি মার্কেটিং ও নিউ বিজনেস ডিরেক্টর মুহাম্মদ আবদুল হাই বলেন, বর্তমান সময়ে ব্যবসার জন্য কানেক্টেড থাকা যেমন জরুরি, তেমনি সুরক্ষিত থাকাও সমানভাবে প্রয়োজনীয়। গ্রীন ডেল্টার সঙ্গে এই অংশীদারিত্ব উদ্যোক্তাদের অগ্নিকাণ্ড বা বজ্রপাতের মত দুর্ঘটনার ঝুঁকি থেকে সুরক্ষা দেবে, পাশাপাশি তাদের গ্রাহক ও ব্যবসায়ী কমিউনিটির সঙ্গে যোগাযোগও নিশ্চিত করবে। 


গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মঈনউদ্দীন আহমেদ বলেন, টেলিযোগাযোগ খাতে প্রথমবারের মত এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হল, যেখানে ক্ষুদ্র ব্যবসায়ী বা উদ্যোক্তারা আগুন ও বজ্রপাতজনিত দুর্ঘটনা থেকে বীমা সুরক্ষা পাবেন। আমরা বিশ্বাস করি, এই অংশীদারিত্ব আর্থিকভাবে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক একটি সমাজ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



দেশজুড়ে বাংলালিংকের এসএমই গ্রাহকেরা এখন থেকে এই নতুন বান্ডল ব্যবহার করতে পারবেন। *১২১*৬৭৫১# ডায়াল করে অথবা মাইবিএল সুপার অ্যাপ ব্যবহার করে কিংবাবা রিচার্জের মাধ্যমে এটি বান্ডেলটি চালু করা যাবে।

অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।