দেশে ভোটার সংখ্যা সাড়ে ১২ কোটি ছাড়াল

সবশেষ হালনাগাদ তথ্যে বাংলাদেশে ভোট দানে উপযোগী নাগরিকের সংখ্যা সাড়ে ১২ কোটি ছাড়িয়েছে।

চলতি বছর নতুন করে প্রায় অর্ধ কোটি ভোটার যুক্ত হওয়ায় তালিকায় বড় পরিবর্তন এসেছে।

রোববার নির্বাচন কমিশন জানিয়েছে, দেশে এখন মোট ভোটার সংখ্যা রয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯শ’ জনে।

গেল মার্চে এ সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখে। এর সঙ্গে ২০২৫ সালে নতুন ভোটার যুক্ত হয়েছেন প্রায় পৌঁণে ৪৬ লাখ।

একই সময়ে মৃত্যুজনিত কারণে ২১ লাখ ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন।

সবমিলিয়ে গত ৩০ জুনের তালিকায় ভোটার বেড়েছে ১ দশমিক ৯৭ শতাংশ।

এর মধ্যে ২০২৫ সালে যারা যুক্ত হয়েছেন তাদের সংখ্যা মোট ভোটারের ৩ দশমিক ৬৯ শতাংশ।