ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হল কমিটি ঘোষণার প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা।
ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে হল থেকে বেরিয়ে ভিসি চত্ত্বরে অবস্থান নিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বিক্ষোভকারীরা অন্তত ৬টি দাবি তুলে ধরেছেন। তারা ছাত্রদলের কমিটি কেন দেয়া হলো, সে বিষয়ে উপাচার্যের জবাব দাবি করছেন।
২৪ ঘন্টার মধ্যে ছাত্রদল, শিবির, বাগছাস, বামসহ হলে ‘এক্সিসটিং গুপ্ত কমিটি’ বিলুপ্ত করার দাবি তাদের।
এছাড়া বিশ্ববিদ্যালয়ে হল ও একাডেমিক এলাকায় সকল রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ করে ছাত্র রাজনীতির পূর্নাঙ্গ রূপরেখা প্রদান, ২৪ ঘন্টার মধ্যে সব হল কমিটি বিলুপ্ত করা, হল প্রভোস্টদের ব্যর্থতার দায় স্বীকার করে ক্ষমা চাওয়া ও দ্রুত ডাকসু বাস্তবায়নের দাবি করছেন শিক্ষার্থীরা।
এসব দাবি মেনে না নিলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল কমিটি ঘোষণা করে ছাত্রদল, এরপরই কমিটি নিয়ে শুরু হওয়া সমালোচনা রাতে বিক্ষোভে রুপ নিলো।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত সাড়ে ১২টার দিকে মুহসীন হল থেকে হলে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে মিছিল বের হয়। সূর্যসেন হল হয়ে ক্যাম্পাস ঘুরে শিক্ষার্থীরা জড়ো হয় রাজু ভাস্কর্যে।
এর মধ্যে রোকেয়া হল ও শামসুন নাহার হলের ছাত্রীরা গেটের তালা ভেঙে বেরিয়ে পড়েন।
পরে বিক্ষোভকারীরা ভিসি চত্ত্বরে অবস্থান নেন।
তারা ছাত্রদলের কমিটি স্থগিত করা বা পদপ্রাপ্তদের বহিষ্কারের দাবি জানান।
