বিএনপি-জামায়াতের সঙ্গে সম্পর্কে বাধা ছিল, দাবি চীনা রাষ্ট্রদূতের

বাংলাদেশের দুটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক রাখার ক্ষেত্রে চীন বাধা পেয়েছিল বলে দাবি করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত।

তবে কোন পক্ষ থেকে এই বাধা আসছিল, তা স্পষ্ট করেননি ইয়াও ওয়েন।

মঙ্গলবার বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবে ঢাকার কূটনৈতিক সাংবাদিকদের এক আলোচনায় অতিথি ছিলেন তিনি।

সেখানে বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর চীনে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের যাতায়াত নিয়ে জানতে চান সাংবাদিকরা।

জবাবে চীনা রাষ্ট্রদূত জানান, গত ১০ বছরে দল দুটির সঙ্গে চীনের সম্পর্কে বাধা ছিল।

এখন এই সম্পর্ক বাড়াতে উদ্যােগ নেয়া হয়েছে বলে জানান ইয়াও ওয়েন।