এশিয়া কাপ হবে আমিরাতে, শুরু ৯ সেপ্টেম্বর

নানা জল্পনা-কল্পনার পর এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্তে আসতে পেরেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

এবারের টুর্নামেন্টের আয়োজন হবে সংযুক্ত আরব আমিরাতে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন, ৯ সেপ্টেম্বর টি-২০ টুর্নামেন্ট শুরু হবে, চলবে ২৮ সেপ্টেম্বর।

ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা হয় শুক্রবার। ভারতের আপত্তির মুখে এই সভা হওয়া নিয়েই সংশয় ছিল। পরে অবশ্য দূরত্ব কমিয়ে টুর্নামেন্টের বিষয়ে সিদ্ধান্তে আসতে পেরেছে দলগুলো।

২০২৫ সালের এশিয়া কাপে খেলবে ৮টি দল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকার সঙ্গে আফগানিস্তান, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমান টুর্নামেন্টে অংশ নিবে।

মহসিন নকভি জানিয়েছেন, এশিয়া কাপের বিস্তারিত সূচি পরে চূড়ান্ত করা হবে।