থাইল্যান্ডের হামলায় কম্বোডিয়ায় অন্তত ১৩ জন মারা গেছেন।
কম্বোডিয়া সরকার শনিবার দাবি করেছে, থাই সেনারা গত ২ দিনে দেশটির ৭১ নাগরিককে আহত করেছে।
অন্যদিকে থাইল্যান্ডে কম্বোডিয়ার হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে।
থাইল্যান্ড ও কম্বোডিয়া সংঘাত শনিবার তৃতীয় দিনে গড়িয়েছে। এদিনও দেশ দুটি ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে।
কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মলি সুচয়েতা জানিয়েছেন, নিহতদের মধ্যে ৫ জন সামরিক বাহিনীর সদস্য।
আর আহতদের ২১ জন সেনা সদস্য।
সীমান্ত এলাকার ৩৫ হাজার নাগরিককে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন মলি সুচয়েতা।
কম্বোডিয়া সরকার দাবি করেছে, থাই বাহিনী এফ-১৬ যুদ্ধ বিমান দিয়ে সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে।