অন্তর্বর্তী সরকারের আমলে ঘুষ লেনদেন কয়েকগুণ বেড়ে যাওয়ার অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার ঢাকায় একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একজন ব্যবসায়ীর অভিজ্ঞতা তুলে ধরেন বিএনপি মহাসচিব।
সেসময় তিনি বলেন, “আগে ১ লাখ টাকা ঘুষ দিয়ে যে কাজ করা যেত, এখন ৫ লাখ টাকা লাগে তা করতে।”
সরকারের জবাবদিহিতা না থাকায় দুর্নীতি ‘বহুগুণ বেড়ে গেছে’ বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
সংস্কার প্রসঙ্গে বিস্ফোরক ফখরুল বলেন, “ভাড়া করা লোক দিয়ে দেশ পরিচালনা করা যাবে না।”
ট্রাম্পের শুল্ক আরোপ বাংলাদেশের জন্য ‘বিপজ্জনক হবে’ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, “সরকার কি করছে তা জানা যাচ্ছে না।”