মাইলস্টোন ট্রাজেডি: আরও ২ জনের মৃত্যু

ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় আর ২ জন মারা গেছেন।

শনিবার এক ঘন্টার ব্যবধানে বার্ন ইনস্টিটিউটে তাদের মৃত্যুর খবর আসে।

এ নিয়ে মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় মোট ৩৫ জনের মৃত্যু হল।

সকাল সোয়া ৯টায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জারিফ ও স্কুলের অফিস সহকারী মাসুমা বেগম সোয়া ১০টায় মারা যান।

জারিফের স্বজন আব্দুর রাজ্জাক জানিয়েছেন, বিকালে আসর নামাজের পর উত্তরা ১২ নস্বর খাল পাড় বড় মসজিদে তার জানাজার নামাজ হবে। পরে তাকে ১২ নম্বর কবরস্থানে দাফন করা হবে।

মাসুমা বেগমের মরদেহ তার স্বামী সেলিম হোসেন ও স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ভোলার বোরহানউদ্দিনের কুরালিয়ায় নিজ গ্রামে তাকে দাফন করা হবে।

গত ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ে।

বলা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি পাইলটের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল।

বিমান দুর্ঘটনায় আহত আরও ৩৮ জন এখন বার্ন ইন্সটিটিউটে চিকিৎসাধীন আছেন।

এর মধ্যে আইসিইউতে থাকা ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।