পাহাড় ধ্বস: সাজেকে আটকা পড়েছেন ৪ শতাধিক পর্যটক

পাহাড় ধ্বসের কারণে বাংলাদেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেকে ৪ শতাধিক পর্যটক আটকা পড়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, সাজেকের ৩টি জায়গায় পাহাড় ধ্বস হয়েছে।

এতে সাজেক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে পর্যটকরা সাজেক ছাড়তে পারছেন না।

যান চলাচল স্বাভাবিক করতে সড়ক থেকে মাটি ও গাছ সরিয়ে নেয়ার কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এর আগে ভারী বৃষ্টির কারণে রাঙ্গামাটিতে পাহাড়ে ভূমিধ্বসের সতর্কবার্তা দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।