ইসরাইলের নির্বিচার হামলার পাশাপাশি তীব্র খাদ্য সংকটে ভুগছেন গাজার বাসিন্দারা। অনাহারে দিন কাটাতে হচ্ছে উপত্যকার অসহায় শিশুদের।
গত ২৪ ঘণ্টায় অনাহারে আরো ১০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে, ২১ মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের সময় উপত্যকাটিতে অপুষ্টিতে ১শ’ ১১ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮০ জনই শিশু।
এদিকে, গাজায় প্রতিনিয়ত ইসরাইলি হামলায় নিহতের ঘটনায় আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে ১০৯টি সাহায্য সংস্থা।
গাজায় বর্তমানে প্রায় ৯ লাখ মানুষ ক্ষুধার যন্ত্রণায় ভুগছেন বলে জানিয়েছেন স্থানীয় আল-শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া। এর মধ্যে ৭০ হাজার শিশু অপুষ্টির শিকার বলে জানান তিনি।