চলতি মাসের ৩১ তারিখের মধ্যে জুলাই সনদ ঘোষণা না করলে আগামী ৩ আগস্ট সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে কফিন মার্চ করবে ইনকিলাব মঞ্চ।
দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের নেতারা এই হুশিয়ারি দেন। সেমময়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদি বলেন, ইতিপূর্বে জুলাই সনদ ঘোষণার লক্ষ্যে একাধিকবার সময় নিয়েও, সনদ ঘোষণা না করা মূলত জুলাই অভ্যুত্থানের সাথে প্রতারণার শামিল। ৩১শে জুলাইয়ের মধ্যেই রাষ্ট্রের তরফে জুলাই সনদ ঘোষণা না হলে, ৩রা অগাস্ট চূড়ান্ত মুক্তির ডাক হিসেবে সচিবালয় ঘেরাও করা হবে। কফিন মার্চে প্রত্যেক উপদেষ্টার জন্য একটি করে কফিন রাখারও ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
ইনকিলাব মঞ্চের মুখপাত্রের দাবি, বর্তমান অন্তর্বর্তী সরকার জনতার জন্য বিন্দুমাত্র ভূমিকা রাখতে পারছে না, তাই উক্ত কফিন মার্চে প্রধান উপদেষ্টাসহ প্রত্যেক উপদেষ্টার জন্য একটি করে কফিন বরাদ্দ থাকবে। যেই কফিন বহন করবেন জুলাই শহীদদের বাবা মায়েরা।
এছাড়া, মাইলস্টোন স্কুল এন্ড কলজে দূর্ঘটনায় প্রত্যেকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান, আহতদের বিদেশে নিয়ে চিকিৎসা, অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা, সামরিক খাতকে বিশ্বে শক্তিশালি করাসহ বিভিন্ন দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ।