আন্দ্রে রাসেল মানেই ঝড় তোলা ব্যাটিংয়ে দর্শকদের মাতিয়ে রাখা এক চরিত্র।
বিদায়ী ম্যাচেও নিজেকে একইভাবে জানান দিয়ে মাঠ ছেড়েছেন জ্যামাইকান তারকা।
ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে মঙ্গলবার শেষবার মাঠে নামে আন্দ্রে রাসেল।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যখন ব্যাট করতে নামেন তিনি গ্যালারি ভর্তি দর্শক একযোগে উঠে দাঁড়িয়ে অভিবাদন জানায় ক্যারিবীয় তারকাকে।
ম্যাচ শুরুর আগেই দুই দলের পক্ষ থেকে তাকে দেয়া হয় গার্ড অফ অনার।
ব্যাট হাতে নামার পর রাসেল যেন নিজের সেরা রূপেই হাজির হন- অজি বোলার বেন ডোয়ারশুইসের প্রথম ৫ বলের ৩টিই ছক্কা হাঁকান।
পরে ওভারে অ্যাডাম জাম্পাকে ২ বার বাউন্ডারির বাইরে পাঁঠান।
ন্যাথান এলিসের বল আকাশে ভাসিয়ে জোশ ইংলিসের ক্যাচে পরিণত হয়ে থামেন বিধ্বংসী রাসেল।
২ চার, ৪ ছয়ে গড়া ১৫ বলে ৩৬ রানের ইনিংসটিই আন্তর্জাতিক স্কোর বোর্ডে রাসেলের শেষ সংযোজন।
মাঠ ছাড়ার সময় প্রতিটি অস্ট্রেলীয় খেলোয়াড় তার সঙ্গে করমর্দন করেন এবং গ্যালারি তাকে দাঁড়িয়ে সম্মান জানায়।
বিদায়ী ম্যাচে বল হাতে ১ ওভারে ১৬ রান দিয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজও হেরে যায় ৮ উইকেটের বড় ব্যবধানে।