ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর ‘নিপীড়নের’ প্রতিবাদ জানিয়েছে সিপিবি-বাসদসহ কয়েকটি বামদল।
একইসঙ্গে গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনায়ও ক্ষুব্দ প্রতিক্রিয়া জানিয়েছে দলগুলো।
বুধবার সকালে জাতীয় ঐকমত্য কমিশনের ১৮ তম দিনের বৈঠক ছিল।
শুরুতেই মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীর ওপর ‘নিপীড়নের’ প্রতিবাদে বৈঠক ওয়াকআউট করেন সিপিবি-বাসদসহ বাম দলগুলোর প্রতিনিধিরা।
এ সময় তারা মঙ্গলবার সড়ক উপদেষ্টা ও পরিবেশ উপদেষ্টার গোপালগঞ্জে এনসিপির সভা ঘিরে মঞ্চ ভাঙ্গচুরের ঘটনা স্থল পরিদর্শনের প্রতিবাদও জানান।
গোপালগঞ্জে এই সভা ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ অবস্থায় অন্তত ৫ জন মারা গেছেন।
বাম নেতাদের অভিযোগ, গোপালগঞ্জে সভা করতে যাবার আগে-পরে এনসিপি নানাভাবে উসকানি দিয়ে পরিস্থিতি ঘোলা করেছে।
সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, “সরকারের দুই উপদেষ্টা কি এনসিপির প্রতিনিধি? তারা কেন শুধু এনসিপির মঞ্চ ভাংচুরের সেই ঘটনাস্থল পরিদর্শন করলেন?
“ওই ঘটনায় রাষ্ট্রীয় নিপীড়নে হতাহতের শিকার এবং নিহতের কোন পরিবার পরিদর্শন করলেন না কেন? কেন নিহতের স্বজনের বাড়িতে স্বজনদের দেখতে গেলেন না?”