শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে ধুন্ধুমার সচিবালয়ে

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ে ভাংচুর করেছে এইচএসসি পরীক্ষার্থীরা।

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিস্ফোরণে ব্যাপক প্রানহানির পরও এইচএসসি পরীক্ষা চালিয়ে নেয়ার চেষ্টার অভিযোগে তার পদত্যাগ চাচ্ছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে কয়েকশ’ শিক্ষার্থী সচিবালয়ে ঘেরাও করে। একপর্যায়ে তারা সচিবালয়ের এক নম্বর গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে।

এসময় বিভিন্ন গাড়িতে এলোপাতাড়ি ভাংচুর চালাতে দেখা যায় তাদের।

পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করে।

সোমবার উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ২০ জন মারা গেছেন।

শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ওঠলে শুরু তাতে সাড়া দেয়নি সরকার।

পরে রাত ৩টার দিকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানান শিক্ষা উপদেষ্টা।

এর প্রতিবাদেই শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।