বিমান বিধ্বস্ত: মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে সরকার।

ব্যাপক সমালোচনার পর সোমবার মধ্যরাতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

রাত ৩টায় তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, শিক্ষা উপদেষ্টা পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানিয়েছেন।

মঙ্গলবার রসায়ন, ইতিহাসের মত বিষয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আগের দিন উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বহু শিক্ষার্থী মারা যাওয়ায় এ পরীক্ষা পিছিয়ে দেয়ার দাবি ছিল।

এর মধ্যেও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নেয়ার ব্যাপারে অনড় ছিল।

পরে মধ্য রাতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায়।

এরপর রাত ৩টার দিকে পরীক্ষা স্থগিতে সরকারি সিদ্ধান্ত আসে।

সোমবার ঢাকার উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর একটি এফটি-৭ বিজিআই প্রশিক্ষণ আছড়ে পড়ে।

এতে পাইলটসহ অন্তত ২০ জন মারা গেছেন, আহত হয়েছেন দুইশত শিক্ষক-শিক্ষার্থী।