ঢাকার উত্তরায় বিধ্বস্ত বিমানের পাইলট তৌকির ইসলাম সাগর মারা গেছেন।
পাইলট সাগর ছাড়াও দুর্ঘটনায় আরও অন্তত ৩ জন মারা গেছেন। আহত অবস্থায় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে অন্তত ৬০ জনকে।
বিকালে সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফ্লাইট লেফটেন্যান্ট সাগর।
তিনি বাংলাদেশ বিমান বাহিনীর এফটি-৭ প্রশিক্ষণ বিমানটির পাইলট ছিলেন।
দুপুর ১টা ৬ মিনিটের দিকে বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে আছড়ে পড়ে।