গাজায় ইসরাইলি হামলায় ১১৬ জনের মৃত্যু

Israel-Gaza

গাজায় অব্যাহত ইসরাইলের হামলায় অন্তত ১১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যারমধ্যে ত্রাণ নিতে গিয়ে নিহত হয়েছে ৯২ জন। শনিবার সারাদিন গাজার বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরাইলি বাহিনী।

এরমধ্যে গাজার আজ-জাওয়াইদা শহরে একটি আবাসিক ভবনে ইসরাইলি বিমান হামলায় একই পরিবারের ১২ সদস্য নিহত হয়েছে বলে ফিলিস্তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এছাড়া গাজার আল শিফা হাসপাতালে পুষ্টির অভাবে ৩৫ দিনের এক শিশু ও ২ ফিলিস্তিনি শিশু মারা গেছে।

এদিকে, হামাসের হাতে ৫০ জিম্মিকে মুক্তি ও গাজা যুদ্ধবিরতি চুক্তিতে কার্যকর পদক্ষেপ নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়ে ইসরাইলের তেল আবিবে কয়েক হাজার লোক বিক্ষোভ করেছে।