আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন বিশ্বজয়ী রাসেল

দুইবারের বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। ঘরের মাঠ স্যাবাইনা পার্কে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলে অবসরে যাবেন এ তারকা। রাসেলের অবসরে যাওয়ার তথ্য নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

৩৭ বর্ষী তারকা অলরাউন্ডার উইন্ডিজের ২০১২ এবং ২০১৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে দেশের হয়ে ৮৪ ম্যাচ খেলেছেন রাসেল, তিনটি ফিফটির সাথে নিয়েছেন ৬১ উইকেট। কেবল একটি টেস্ট খেলা অলরাউন্ডার ৫৬টি ওয়ানডে খেলেছেন, করেছেন ৪টি অর্ধশতক এবং ৭০ উইকেট নিয়েছেন।

অবসরের ঘোষণায় রাসেল বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার বিষয়টি ভাষায় প্রকাশ করতে পারব না। উইন্ডিজের প্রতিনিধিত্ব করা সত্যি গর্বের। যখন ছোট ছিলাম, বুঝতে পারিনি এই পর্যায়ে আসার যোগ্যতা। কিন্তু যত খেলেছি তত বুঝতে পেরেছি অর্জনগুলো। জার্সি পরে দেশের প্রতিনিধিত্ব করে অন্যদের অনুপ্রেরণা হয়ে উঠতে পেরেছি।’

‘ওয়েস্ট ইন্ডিজের হয়ে রাসেলের পারফর্ম সবসময় ভালো ছিল, জয়ের জন্য ক্ষুধা কখনও কমেনি। তার পরবর্তী অধ্যায়ের জন্য শুভ কামনা জানাই। আশা করি তিনি ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবেন।’ রাসেলের বিদায়ী বার্তায় ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি।

জ্যামাইকার স্যাবিনা পার্কে সোমবার অজিদের মুখোমুখি হবে উইন্ডিজ। ৫ ম্যাচের সিরিজের শেষ তিন ম্যাচ হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে। স্যাবিনা পার্কে প্রথম দুই ম্যাচ হবে বাংলাদেশ সময় সোম ও বুধবার ভোর ৬টায় এবং ওয়ার্নার পার্কে ম্যাচগুলো হবে পরের সপ্তাহে শনিবার, রোববার এবং মঙ্গলবার ভোর ৫টায়।