জাতিসংঘের পরবর্তী আবাসিক সমন্বয়ক নিয়োগ নিয়ে সমালোচনা

বাংলাদেশে জাতিসংঘের পরবর্তী আবাসিক সমন্বয়ক হিসেবে রিচার্ড এস হাওয়ার্ড’র নিয়োগ পাওয়া নিয়ে সমালোচনা করেছে ইসলামী দলগুলো।
রিচার্ড এস হাওয়ার্ড কে একজন সমকামী দাবি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশে একজন সমকামীকে দূত হিসেবে নিয়োগ দেয়া জাতিসংঘের অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত।

তাকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্তের আগে এখানকার সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপট অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত ছিল বলে মনে করেন মাওলানা ইউনুছ।
বৃহস্পতিবার এক বিবৃতিতে অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেন, দেশকে অস্থিতিশীল করার মতো কোনো সিদ্ধান্ত জাতিসংঘের মতো প্রতিষ্ঠান থেকে আসুক তা আমরা বিশ্বাস করতে চাইনা। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের মাধ্যমে সংস্থাটি যদি এদেশের মানুষের বোধ-বিশ্বাস ও ধর্মীয় মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ড প্রমোট করার চেষ্টা করলে ইসলামী আন্দোলন জনগণকে সাথে নিয়ে তা প্রতিরোধ করবে বলে বিবৃতিতে জানানো হয়।