বাংলাদেশের কুমিল্লার মুরাদনগরের আলোচিত ধর্ষণকান্ডে এক তরুণকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব দাবি করেছে, গ্রেপ্তার হওয়া তরুণ ঘটনার ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার মূল পরিকল্পনাকারী ছিলেন।
তাকে কুমিল্লার বুড়িচং থানার কাবিলা বাজার এলাকা থেকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে র্যাব।
শুক্রবার ঢাকায় র্যাবের মিডিয়া সেন্টারে এ নিয়ে সংবাদ সম্মেলনে আসেন র্যাব-১১ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
তার দাবি, গ্রেপ্তার হওয়া তরুণ আগের পারিবারিক বিরোধ থেকে প্রতিশোধ নিতে এ ঘটনা ঘটিয়েছেন।
গত ২৬ জুন রাতে কুমিল্লায় ঘটে যাওয়া এই ঘটনা বাংলাদেশে নারীদের নিরাপত্তা ঝুঁকির বিষয়টি আবার সামনে এনেছে।
ঘটনার পর গত শুক্রবার ভুক্তভোগী নারী মুরাদনগর থানায় মামলা করেছেন।
আইনশৃঙ্খলা বাহিনী এ পর্যন্ত এই ঘটনায় ৬ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে।