কলকাতার কলেজে ছাত্রীকে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার ৩

ভারতের কলকাতায় কলেজের ভিতরেই এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠেছে। ছাত্রীর অভিযোগ পেয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের এক চিকিৎসককে ধর্ষণ করে হত্যার ১০ মাস পর আবার কলকাতায় এই ধরণের ঘটনা ঘটলো।

অভিযোগ অনুযায়ী, বুধবার সন্ধ্যার পর ল কলেজের ক্যাম্পাসে অভিযোগকারী শিক্ষার্থী গণধর্ষণের শিকার হন।

গ্রেপ্তার তিনজনের মধ্যে ২ জন কলেজের ছাত্র, আরেকজন প্রতিষ্ঠানটির কর্মচারী।

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম একে ‘অত্যন্ত গুরুতর ঘটনা’ বলে মন্তব্য করেছেন।

এদিকে ধর্ষণের ঘটনায় পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের সমালোচনা করেছে রাজ্য বিরোধী দল বিজেপি।

তাদের অভিযোগ, ধর্ষণের ঘটনার মূল অভিযুক্ত ব্যক্তি তৃণমূলের ছাত্র সংগঠনের সঙ্গে সম্পৃক্ত।

মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনামলে পশ্চিমবঙ্গ ‘নারীদের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে’ বলেও মন্তব্য করছেন বিজেপি নেতারা।

এদিকে তৃণমূলের ছাত্র পরিষদ বলছে, অভিযুক্ত যে-ই হোক, তার শাস্তি নিশ্চিত করতে হবে।