ক্রিকেট ইতিহাসের নানা পাতা ইতোমধ্যে নিজের করে নিয়েছেন বিরাট কোহলি। এবার নতুন করে দুটি রেকর্ড গড়েছেন ইন্ডিয়ান সুপারস্টার।
রান মেশিন কোহলি ক্যারিয়ারের প্রায় শেষদিকে চলে এসেছেন। এখন তার মাঠে নামা মানেই রানের সংখ্যা বাড়িয়ে রেকর্ড ছোঁয়ার হাতছানি।
এবারের আইপিএলে সে কাজটিই করলেন কোহলি। লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে কোহলি যখন ২৪ রানে ব্যাট করছিলেন, তখনই গড়ে ফেলেন নতুন রেকর্ড।
ipl এর ইতিহাসে এখন বিরাট কোহলিই একমাত্র ব্যাটসম্যান যিনি ৯ হাজার রান করেছেন।
ipl ইতিহাসে একটি দলের হয়ে সর্বাধিক রানের রেকর্ড
৯০০৪ – আরসিবির হয়ে বিরাট কোহলি
৬০৬০ – এমআইয়ের হয়ে রোহিত শর্মা
৫৫২৮ – সিএসকে-র হয়ে সুরেশ রায়না
৫৩১৪ – সিএসকে-র হয়ে এমএস ধোনি
কোহলি আরও একটি বড় কীর্তি অর্জন করেছেন। সাবেক ভারতীয় অধিনায়কই আইপিএলে পাঁচবার ৬০০ রানের মাইলফলক অতিক্রমকারী প্রথম ব্যাটসম্যান।
আইপিএলের এক সংস্করণে সর্বাধিক ৬০০-এর বেশি রান
৫ বার- বিরাট কোহলি (২০১৩, ২০১৬, ২০২৩, ২০২৪, ২০২৫)
৪ বার – কেএল রাহুল (২০১৮, ২০২০, ২০২১, ২০২২)
৩ বার – ক্রিস গেইল (২০১১, ২০১২, ২০১৩)
৩ বার – ডেভিড ওয়ার্নার (২০১৬, ২০১৭, ২০১৯)
আইপিএল ইতিহাসের সেরা রান সংগ্রাহক বিরাট কোহলি এই টুর্নামেন্টে মোট ৮ টি সেঞ্চুরি করেছেন।