ইরানে ফুল ও উদ্ভিদ প্রদর্শনী

ইরানের তেহরানের গোফতেগু পার্কে হয়েছে ২০তম বার্ষিক ফুল ও উদ্ভিদ প্রদর্শনী। এতে অংশ নেয় ২৫০টিরও বেশি ইরানি কোম্পানি ও ১১টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। প্রদর্শনীর আয়োজক তেহরান পৌরসভা।

আয়োজকরা জানান, নতুন প্রজাতির উদ্ভিদের সঙ্গে জনগণকে পরিচয় করানো, দেশীয় উৎপাদকদের সহযোগিতা করা এবং ইরানে উদ্যানচর্চার চর্চা ও সচেতনতা বাড়াতেই এই আয়োজন।

ইরানে প্রায় ১৮ হাজার উদ্ভিদ প্রজাতি রয়েছে। এবারের প্রদর্শনীতে ৮শ প্রজাতির উদ্ভিদ প্রদর্শন করা হয়।

সরকারি সংবাদ সংস্থা ইরনা-এর তথ্যানুযায়ী, ইরান বছরে চার বিলিয়নেরও বেশি ফুল ও শোভাময় উদ্ভিদ উৎপাদন করে, যা ৮,২৫০ হেক্টরেরও বেশি জমিতে চাষ হয়।