কারাগার থেকে পালানো ৯ জন জঙ্গি এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে জান কারা মহা পরিদর্শক সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন।
মঙ্গলবার ঢাকায় কারা সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর ২২০০ বন্দি পালিয়ে গিয়েছিলেন।
এরপর অনেকে ফিরে আসলেও ৭০০ জন বন্দি এখনো কারাগারের বাইরে পলাতক হিসেবে আছেন।
কারা মহা পরিদর্শক বলেন, “পলাতকদের ৬৯ জন রয়েছেন- যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও জঙ্গি। ৯ জন জঙ্গি এখনো পলাতক রয়েছেন।”
কারাগার থেকে লুট হওয়া বেশকিছু অস্ত্র ও গুলি এখনো উদ্ধার করা যায়নি বলে জানান তিনি।
ঢাকায় ক্ষমতা পরিবর্তন হওয়ার পর বিগত আওয়ামী লীগ সরকারের অনেক প্রভাবশালী ব্যক্তি এখন কারাগারে আছেন।
মোতাহের হোসেন জানিয়েছেন, কারাগারে বর্তমানে ডিভিশন প্রাপ্ত বন্দি আছেন ১৬৩ জন। আরও ২৮ জন বন্দি ডিভিশনের আবেদন করলেও অনুমোদন পান নি।
