৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে সাকিবের ইতিহাস

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে রবিবার রাতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বল হাতে নামেন সাকিব আল হাসান। নিজের প্রথম ওভারেই পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানকে আউট করেন তিনি।

এর মধ্য দিয়েই টি-টোয়েন্টি ক্রিকেটে এক মাইলফলক ছুঁয়ে ফেললেন বাংলাদেশ তারকা-সাকিবের ঝুলিতে জমা হলো ৫০০ উইকেট।

ক্রিকেট ইতিহাসে প্রথমবার কোনো বাঁ-হাতি বোলার এই অর্জন করলেন। এর আগে যারা ৫০০ উইকেট নিয়েছেন তারা সবাই ছিলেন ডানহাতি- রাশিদ খান (৬৬০), ডোয়াইন ব্রাভো (৬৩১), সুনিল নারিন (৫৯০) এবং ইমরান তাহির (৫৫৪)।

অনন্য অর্জনটি নিয়ে সাকিব বলেন,
“এটা অনেক পরিশ্রমের ফল। এমন একটি মাইলফলক ছুঁতে পেরে আমি খুশি। দীর্ঘ ক্যারিয়ারে আমি যা অর্জন করেছি তাতে আমি সন্তুষ্ট।

“অনেকদিন বোলিং করছি না, মাঝে মাঝে কিছুটা নার্ভাসও লাগে। সমালোচনা হয়েছে, কিন্তু আমি সবসময় দলের জন্য খেলতে চাই। সুযোগ পেলেই অবদান রাখতে চাই। আমার লক্ষ্য সবসময় দলের কাজে আসা।”

শুধু বল নয়, ব্যাট হাতেও সমান উজ্জ্বল সাকিব। টি-টোয়েন্টিতে তার রান ৭ হাজার ৫৪৯।

ফলে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে একসঙ্গে ৭ হাজার রান ও ৫০০ উইকেটের মালিক এখন তিনি।

এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ও বিপিএলে ১৪৯টি করে উইকেট, আইপিএলে ৬৩, সিপিএলে ৪০ এবং ইংল্যান্ডের ভিটালিটি ব্লাস্টে ২৮ উইকেট নিয়েছেন সাকিব।

মোট ৪৫৭ ম্যাচ খেলে তার ৫টি পাঁচ উইকেট শিকার ও ১২টি চার উইকেট শিকার রয়েছে।

টি-টোয়েন্টিতে সাকিবের চেয়ে বেশি পাঁচ উইকেট শিকার আছে কেবল দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড ভিসের (৭)।

এই রেকর্ডে আবারও প্রমাণ হলো- টি-টোয়েন্টি ফরম্যাটে সাকিব আল হাসান শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বেরই এক অনন্য কিংবদন্তি।