আদালতের আদেশের আগে মৎস্যভবন ইশরাক সমর্থকদের দখলে, স্থবির ঢাকা

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে পেতে তার সমর্থকরা নগর ভবন ছেড়ে মৎস্যভবন এলাকায় অবস্থান নিয়েছেন।

হাইকোর্টের সামনের রাস্তা থেকে কাকরাইল মোড় পর্যন্ত সড়কে তার সমর্থকদের বিক্ষোভ দেখাতে দেখা যাচ্ছে।

শত শত নেতাকর্মী ঢাকার প্রধান এই সড়কে অবস্থান নেয়ায় পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন হাজারো পথচারী।

অবরোধের কারণে সচিবালয়ের সামনের সড়ক, প্রেস ক্লাব এলাকা থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত সড়কে কয়েক শ’ গাড়ি আটকে থাকতে দেখা গেছে।

পল্টন, শাহবাগসহ কিছু এলাকার যানবাহন বিকল্প সড়কে ঘুরে চলাচল করছে। অনেক যাত্রী গাড়ি থেকে নেমে মেট্রোরেল ব্যবহার করছেন।

আদালতের আদেশের আগে অবরোধে ইশরাকের সমর্থকরা

গত কয়েকদিন ধরে ইশরাক হোসেনের সমর্থকরা নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। তাকে মেয়র হিসেবে শপথ নিতে না দিলে কঠোর কর্মসূচির হুমকিও আসছিল।

ইশরাকের সমর্থকরা এমন সময়ে হাইকোর্টের পাশের সড়কে অবস্থান নিয়েছেন, যখন তার বিষয়ে আদালতের আদেশ আসার কথা রয়েছে।

২০২০ সালের নির্বাচনের ফলে ইশরাক হোসেন আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসের কাছে পৌঁণে ২ লাখ ভোটের ব্যবধানে হেরে যান।

৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর ফজলে নূর তাপস গা ঢাকা দিয়েছেন।

গেল মার্চে আগের ফল বাতিল করে নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে। পরে এপ্রিলে নির্বাচন কমিশন তাকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে।

এরই মধ্যে তাকে মেয়র হিসেবে শপথ না পড়াতে আদালতে রিট আবেদন হয়, যার শুনানি চলে মঙ্গলবার। বুধবার এ বিষয়ে আদালতের আদেশ দেওয়ার কথা রয়েছে।

এর আগেই ইশরাক হোসেনের সমর্থকরা রাস্তা অবরোধ করে বার্তা দিয়ে রাখলেন।