ম্যাক্সিকোকে হারিয়ে ছেলেদের ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। চিলির স্টেডিও ন্যাসিওনেল জুলিও মার্টিনেজ স্টেডিয়ামে আর্জেন্টিনা মেক্সিকোকে ২-০ গোলে হারায়। হাড্ডাহাড্ডির লড়াইয়ের ম্যাচে মেক্সিকোর দুই খেলোয়াড় দেখেন লাল কার্ড। তবে, এর আগেই ফলাফল নিজেদের করে নিয়েছিলো আর্জেন্টাইনরা।
আর্জেন্টিনার প্রথম গোল করেন মাহের ক্যারিজো। প্রথমার্ধে ক্যারিজোর গোলের পর ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আলবিসেলেস্তেরা। বিরতির পর ৫৬ মিনিটে বদলি হিসেবে নামা মাতেও সিলভেত্তি ম্যাচের দ্বিতীয় গোল করেন। পরে ওই ২-০ গোলের জয় নিয়ে সেমিফাইনালে উঠে ডিয়েগো প্লেসেন্তির দল।
এ ম্যাচে মোট ফাউলের সংখ্যা অনেক বেশি হয়েছে। দুদল মোট ফাউল করেছে ৩৭টি, হলুদ কার্ড দেখেছে ১০টি। তবে নির্ধারিত সময়ের পর ৯২ মেক্সিকোর গোলকিপার ডি ওচুয়া ম্যাচের প্রথম লাল কার্ড দেখেন। এরপর টি জেমিনেজ ৯৭ মিনিটে ম্যাচের দ্বিতীয় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
বিশ্বকাপের ১৬ অক্টোবর প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হবে কলম্বিয়ার। মরক্কো-মার্কিন যুক্তরাষ্ট্র এবং নরওয়ে-ফ্রান্সের মধ্যে জয়ীদের দ্বিতীয় সেমিফাইনালও একই দিনে। ১৯ অক্টোবর হবে আসরের ফাইনাল।
