বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, সকালের মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

শিক্ষার্থীদের আন্দোলন ও বহিরাগতদের হামলার ঘটনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-বাকৃবি অনির্দিষ্টকারে জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এমনকি সোমবার সকালের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে বিশ্ববিদ্যালয়ে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর বহিরাগতরা হামলা চালায়। এসময় ক্যাম্পাসের কেন্দ্রীয় লাইব্রেরিতেও ভাঙচুর করে তারা।

রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বহিরাগতদের হামলা চলাকালে ক্যাম্পাসের শিল্পাচার্য জয়নাল আবেদীন মিলনায়তনে অবরুদ্ধ শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তারা পেছনের দরজা দিয়ে নিরাপদে সরে যান। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায়।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত আশানুরূপ না হওয়ায় বাকৃবির পশুপালন ও ভেটেরিনারি অনুষদের একক কম্বাইন্ড ডিগ্রির দাবি করা শিক্ষার্থীরা জরুরি সভায় উপাচার্যসহ উপস্থিত সব শিক্ষককে অবরুদ্ধ করে রাখে।

শিক্ষকদের প্রায় ৬-৭ ঘণ্টা অবরুদ্ধ করে রাখার এক পর্যায়ে দ্বিতীয়বারের মতো একাডেমিক কাউন্সিলের বৈঠক হয়। এসময় মিলনায়তনের বাইরে অবস্থান ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতরা হামলা চালায়।