জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও জুলাই ঘোষণাপত্র পাঠ উপলক্ষে আজ মঙ্গলবার (৫ আগস্ট) দিনব্যাপী নানা অনুষ্ঠান শুরু হয়েছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। বিকেল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তিনি এ ঘোষণাপত্র পাঠ করবেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।
এদিকে, ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। ‘৩৬ জুলাই উদ্যাপন’ শীর্ষক এ অনুষ্ঠানে শুরুতে বিভিন্ন শিল্পীগোষ্ঠী গান পরিবেশ করবেন। এরপর বিভিন্ন ব্যান্ড গান পরিবেশন, ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ, বিশেষ ড্রোন ড্রামা, আর্টসেলের গানও থাকছে অনুষ্ঠানমালায়।
অনুষ্ঠান ব্যবস্থাপনায় থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সহযোগিতায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।
সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে অনুষ্ঠানে যোগ দিতে ৮ জোড়া ট্রেন সরকারিভাবে ভাড়া করা হয়েছে।
