উত্তরায় বিমান বিধ্বস্তে পাইলটসহ নিহত ২০, আশঙ্কাজনক অর্ধশত

Biman

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমান বাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয়ে পাইলট তৌকির ইসলাম সাগরসহ ২০ জন নিহত, আহত প্রায় ২শ’। বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪৮ জনের অবস্থাও আশঙ্কাজনক। মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে কুর্মিটোলায় বিমান বাহিনীর ঘাঁটি থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটিতে পড়ে এবং পাইলটের শতচেষ্টার পরেও ১টা ১৮ মিনিটে স্কুল ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। উদ্ধারকাজে অংশ নিয়েছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিজিবি।

দগ্ধসহ আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং উত্তরা আধুনিক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের জন্য ‘ও’ নেগেটিভ রক্ত চেয়েছে সেনাবাহিনী।

পরিচয় শনাক্ত হওয়া মরদেহ দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা হবে, সম্ভব না হলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে হস্তান্তর করা হবে।

বিমান বিধ্বস্তের ঘটনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের গভীর শোক প্রকাশ। শোক জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। শোক জানিয়ে আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শোক জানিয়েছে জামায়াতে ইসলামী এবং এনসিপি। শিক্ষা মন্ত্রণালয়ের শোক প্রকাশ, প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

জরুরি যোগাযোগ: বার্ন ইনস্টিটিউট হটলাইন ০১৯৪৯০৪৩৬৯৭, মিলিটারি রেস্কিউ ব্রিগেড ০১৭৬৯০২৪২০২, সিএমএইচ বার্ন ইউনিট ০১৭৬৯০১৬০১৯, সিএমএইচ ইমার্জেন্সি ০১৭৬৯০১৩৩১১, মাইলস্টোন স্কুল অ্যাডমিন অফিসার ০১৮১৪৭৭৪১৩২‬ ও ভাইস প্রিন্সিপাল ০১৭৭১১১১৭৬৬। সার্বিক পরিস্থিতির সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন প্রধান উপদেষ্টা, অহেতুক হাসাপাতালে ভিড় না করার অনুরোধ।